সূরা আল-মু'মিনূন | আল কুরআনের ২৩ তম সূরা | অর্থ: মুমিনগণ

আল মু'মিনূন , (আরবি: سورة المؤمنون‎‎), (মুমিনগণ) | শ্রেণী: মাক্কী, নামের অর্থ: (মুমিনগণ), সূরার ক্রম: ২৩, আয়াতের সংখ্যা: ১১৮ । নামকরণ প্রথম আয়াত قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ থেকে সূরার নাম গৃহীত হয়েছে । বিষয়বস্তু: এই সূরার মূল বক্তব্য হচ্ছে চারিত্রিক গুণাবলী যা মুমিন বা বিশ্বাসী হওয়ার 'বীজতলা ' বা মূলভিত্তি। বিশেষভাবে উল্লেখ করা হয়েছে সেই রূপ পরিবেশের যখন সত্যকে অস্বীকার করা হয় এবং সত্যের অনুসারীদের অত্যাচার ও অপমানে জর্জরিত করা হয়। সত্য এক, অদ্বিতীয় এবং সন্দেহাতীত এবং শেষ পর্যন্ত সত্য চিরস্থায়ী। যারা পাপের রাস্তায় থাকে তাদের শেষ মুহুর্তের অনুতাপ গ্রহণযোগ্য হবে না।

Om Podcasten

Allah is our only Hope...