সূরা ত্বোয়া-হা । আল কুরআনের ২০ তম সূরা | অর্থ: (ত্বোয়া-হা)

সূরা ত্বোয়া-হা , (আরবি: سورة طه‎‎, (ত্বোয়া-হা) । শ্রেণী: মাক্কী, নামের অর্থ: (ত্বোয়া-হা), সূরার ক্রম: ২০, আয়াতের সংখ্যা: ১৩৫ । নামকরণ: তোহা এই সুরাটি পবিত্র কোরআনের একটি প্রসিদ্ধ সুরা। এটি মাক্কী সুরা। যার আয়াত সংখ্যা ১৩৫ টি। এই সুরাটিতে কতিপয় বিষয়ের উপর আলোচনা করেছেন মহান আল্লাহ। প্রথম অংশে ব্যপকভাবে আলোচিত হয়েছে মুসা (আঃ) বনী ইসরাইল এবং ফেরাউনের ঘটনাপ্রবাহ। এবং পরবর্তী অংশে আল্লাহ আদম (আঃ) কে সৃষ্টি ও ফেরেশতাদের দ্বারা সিজ্বদাহ প্রাপ্তি সংক্রান্ত বিষয়াদি বর্ণিত হয়েছে।

Om Podcasten

Allah is our only Hope...